কুষ্টিয়া শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের সিসিটিভি ভিডিওতে যা দেখা গেলো........... - RANDOM TOP NEWS

কুষ্টিয়া শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের সিসিটিভি ভিডিওতে যা দেখা গেলো...........

 

কুষ্টিয়া শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের সিসিটিভি ভিডিওতে যা দেখা গেলো



কুষ্টিয়া শহরে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবর রহমানের একটি নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের সিসিটিভি ভিডিওতে দেখা গেছে, দুজন ব্যক্তি জড়িত ছিল এই ভাংচুরে।পুলিশ বলছে, তারা এই ভিডিও দেখে হামলাকারীদের শনাক্ত করেছে।

জেলার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত বিবিসিকে বলেছেন, "ফুটেজ দেখেই তদন্ত হচ্ছে"।

শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন ভাস্কর্যটির কাছেই একটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ফুটেজটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।


তাতে দেখা যাচ্ছে চারপাশে বাঁশ ও কাঠের পাটাতন দিয়ে ভাস্কর্যটি ঘিরে রাখা।

একটি মই বেয়ে দুজনকে উঠতে দেখা যাচ্ছে।

এই ঘটনার সময় রাতের বেলায় তবে রাস্তায় আশপাশ থেকে কিছুটা আলো এসে পড়েছে।

যাতে দেখা যাচ্ছে ভাস্কর্যটি বানাতে যে কাঠের পাটাতন তৈরি করা হয়েছে ওই দুজন সেখানে উঠে কোন সময় নষ্ট না করে ভাস্কর্যটির উপরের দিকে কিছু একটা দিয়ে জোরে আঘাত করছেন।

দুজনের পরনে সাদা আলখাল্লা ও পায়জামা। শরীরের ওপরের অংশে কালো ভেস্ট অথবা কোটের মতো কিছু পরে আছেন তারা। মাথায় রয়েছে সাদা টুপি।

শনিবার সকালে নির্মাণাধীন সাদা রঙের ভাস্কর্যটির হাত ও মুখের কিছু অংশ ভাঙ্গা অবস্থায় দেখা যায়।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় কুষ্টিয়া পৌরসভার উদ্যোগে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটি নির্মাণের উদ্যোগ নেয়া হয়। ভাস্কর্যটির অনেকাংশ নির্মাণ সম্পন্নও হয়েছিল।

স্থানীয় পুলিশ বলছে শুক্রবার গভীর রাতে এই ভাঙচুরের ঘটনা ঘটেছে।


No comments

Powered by Blogger.